বাহন সমাচার/ভুবন সরকার
বাহন সমাচার
ভুবন সরকার
গোপন একটা খবর পেলাম খবর নাকি রয়টারে
বাহন কুলে জোর প্রতিবাদ জয় করে সব ভয়টারে
সিংহ নাকি বেজায় রুষ্ট আসবে না সে সঙ্গে তাই
স্বজাতিরা মর্ত্যে কোথায় তাদের কোনো খবর নাই !
শুনেই ময়ুর উঠলো নেচে যাচ্ছি না ওই মুল্লুকে
ছিঁড়ছে পেখম মারছে যেথায় মানুষ নামের উল্লুকে !
স্বাধীনতার অভাব ভীষণ যায় না ডাকা একমনে
আর যাব না বলেই পেঁচা মেলল পাখা আনমনে ।
ইঁদুর এলো লেজ নাড়িয়ে শুনতে হবে আমারটাও
পণ করেছে মর্ত্যবাসী দেয় না খেতে খাবারটাও ।
সবখানেতে বিষের আকর নয়তো মারে ফাঁদ পেতে
তাদের কাছে যাচ্ছি না মা মরতে ডাকে বিষ খেতে ।
হংস নাকি সামনে এসে বলল দুঃখের বিবরণ
সন্তানাদির মুখ দেখি না নিষ্ঠুরতার কি ধরণ ?
পারছি যে ডিম মাখিয়ে চোখ স্বপ্ন রাঙা অঞ্জনে
ডিমগুলো সব খাচ্ছে রেঁধে নানান রকম ব্যাঞ্জনে !
তাদের দিতে আনন্দ সুখ যাচ্ছো তুমি বাপের দেশ ?
যাও মা তুমি ওদের কাছে যাদের নেই যে লজ্জা লেশ ।
বাহন কুলে ত্রাসের খবর উমা তো নেই স্বস্তিতে
বাপের দেশের মানুষগুলোর বাড়ছে বিপদ মস্তিতে ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴