বাসন্তিক চিঠি/পাপিয়া রায়
বাসন্তিক চিঠি
পাপিয়া রায়
প্রিয় বসন্ত,
তুমি হয়ত বেশ ভালোই আছ! কেনই বা থাকবে না, তোমার মনে তো রঙের জোয়ার। পুরাতনকে বিদায় জানিয়ে নতুন রূপে সেজে উঠতে তোমার মতো কে বা পারে বল? মাঝে মাঝে মনে হয় তুমি বুঝি বৈরাগ্য নিয়েছ, কিন্তু না - মুহূর্তে আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে তুমি ডুব দাও সবুজের সমুদ্রে, মনে তোমার নতুন উল্লাস। পলাশ রঙে নিজেকে এতটাই সাজিয়ে তোল যে অগণিVত পথিক জন তোমার প্রেমে হাবুডুবু খেতে থাকে। নতুন প্রত্যয়ে নানান রঙে রাঙিয়ে দিয়ে যাও কত-না মনকে।
কিন্তু জান, তোমার সঙ্গে আমার বড্ড বেশি অভিমানের সম্পর্ক। সবার মনে তুমি যখন রঙিন বসন্ত, আমি তখন উদাস বাউলের একতারাটায় সুর খুঁজে ফিরি। মন খারাপি উদাসী হাওয়া পাল তুলে দেয় আমার মনে। পালিয়ে যেতে ইচ্ছে করে চেনা জগতের বাইরে শান্ত কোন নদীর তীরে বা নির্জন এক বনের ধারে। মনে হয় নির্জনতাকে আঁকড়ে ধরে কান্না করি আপন মনে। বলতে পার,তুমি কেন সুখ দাওনা আমার মনে তোমার মতো করে?
মান- অভিমান অনেক হল, বলব এবার ভালো থেকো তুমি নতুন উচ্ছ্বাসে, নতুন বিশ্বাসে। তোমার প্রেমের ছোঁয়া লাগুক আমের মঞ্জুরীতে। অপেক্ষাতে থাকব আমি, ক্লান্ত কোন দিন দুপুরে কিংবা নির্জনতার নতুন ভোরে মহুয়া ফুলের গন্ধ মেখে ভাব জমাব তোমার সাথে।
ইতি
উদাসী মন
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴