বাবার হাতে নতুন জামা/রীনা মজুমদার
বাবার হাতে নতুন জামা
রীনা মজুমদার
মহালয়ার ভোরে ঘাসের উপর শিশির বিন্দুগুলোকে
অভিমানে ভেঙে দিই একা একা
হঠাৎ বাবার ডাকে ছুটে আসি বাবার কাছে
বাবার মুখে হাসি, হাতে নতুন জামা!
তিনবোন, একইরকম জামা বড়, মেজো, ছোট
শৈশব ভাল-মন্দ খোঁজে না
শুধু খুঁজে পায় নতুন জামার গন্ধ
আয়নার সামনে নতুন জামা নিয়ে দাঁড়াই
পেছনে বাবা আর মেয়ের চোখে মুখে খুশির আলো
অষ্টমী নবমী দশমীতে একটাই জামা
তাতে কী কিছু হয়! জামার গন্ধ তো একই রয়
দুরন্ত শৈশব ছুটে চলে এ ঘর ও ঘর
পুজো আসে শরতের আকাশে
পুজো যায় পুজো আসে, কত না কেনাকাটা হয়!
যে নতুন জামার গন্ধ আর খুশির দোলা
আছে মনে, সে রবে, চিরসঞ্চয়।
বাবার হাতে নতুন জামা..
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴