বাদলের ধারাপাত/মানিক রায়
বাদলের ধারাপাত
মানিক রায়
এলো রে বাদল দিন অবিরাম ঝরে,
নদী নালা খাল বিল সব জলে ভরে।
ঢেউ তুলে বয়ে যায় মোহনার দিকে,
অযুত রবির তেজ আজ দেখি ফিকে।
রিনিঝিনি তাল লয়ে গায় মধু গীতি,
মেঘেদের সাথে যেন ফ্রেমে আঁকা স্মৃতি।
এপার ওপার করে ভেসে ভেসে ভেলা,
পৃথিবীকে ছুঁয়ে দিয়ে খেলে হেম খেলা।
মিলেমিশে সুর গেঁথে পৃথিবীটা গড়ে,
সবুজের মালা হার অকাতরে ভরে।
ব্যাঙেদের ডাকাডাকি এই বেলা শুনি,
ভেজা পথে কাদা মাটি ঝরা ফুল গুনি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴