বাঁশিটি যেন বেজে ওঠে/অমিতাভ দাস
বাঁশিটি যেন বেজে ওঠে
অমিতাভ দাস
----------------------------
যে পথে হাওয়া ফিরে যায়
জমাট জলের থেকে পাথর সরে না
সাদা বকের পালক খসিয়ে রায় কালো মেঘ
ভাঙা ডানা, আকাশ তখন উঁচু
বাঁশিটি হাওয়ায় গচ্ছিত রেখে যে গেছে চলে
রাত্রির দেশে মৃতদের সাথে
বনভূমি ঘেঁষে পথ চলে গেছে পিছনে ফেলে,
আসবে বলে আসেনি ছেলেটা
ফাঁকে ফাঁকে বিছানায় ঝরে পড়ে ঠান্ডা জোছনা
অনেক না বলা কথা বাকি রেখে গেল...
তবুও
যদি ধূলো ঘূর্ণিকে অগ্রাহ্য করে বৃষ্টি হয়
সে পথে পাখিদের কলরবে ভোর হয়ে ওঠে
আবার হাওয়া ফিরে আসে
আকাশে যেন ঝলমলে রোদ থাকে
গচ্ছিত বাঁশিটি তুলে নিয়ে ফুঁ দিও
বাঁশিটি যেন সুরে বেজে ওঠে
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴