বসন্ত রাজ/মণিদীপা নন্দী বিশ্বাস
বসন্ত রাজ
মণিদীপা নন্দী বিশ্বাস
--------------------------
হঠাৎ উতল বাতাস রাজপুত্র হয়ে গেল
বয়সটাও হয়ত বাহান্ন ছাড়ানো বালক
বিষণ্ণ সে। বাঁশিতে বাজে পরজের সুর
হলদে আঁচল ছুঁয়ে বার বার মনে করিয়ে
দেয় 'ফুরোয় নি কিছুই'...ঐ দেখ আকাশ
ঐ দেখ কৃষ্ণচূড়ার লাল রঙ, পলাশের
হুটোপুটি খেলা, বাঁধবে কে আর বল!
মুহূর্তে বদলে যায় সে মুখ। বসন্তরাজ
পরিয়ে দিল তাকে পাতার পোষাক
মাথায় হলদে উষ্ণীশ, ছুঁয়ে দেখি তাকে
বিষণ্ণ ভুবনে তার ভালোবাসা জড়িয়ে গেছে
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴