বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে
সুনীতা দত্ত
-----------------
বসন্ত উচ্ছাস নিয়ে এল,
ফিকে দেয়ালে রঙিন স্বপ্ন।
নৈসর্গিক উপাখ্যান গড়ে তোলে
অচেনা ভালোবাসার বিশ্বস্ত সমাধান।
বসন্তের চেনা রঙ এখন আরও রঙিন।
সাহিত্য বাসর মনের অক্ষররাশির নবজন্ম দিল।
উদ্বেলিত ইচ্ছার হল উন্মেষ
বিশ্বলোক ছাপিয়ে পেরোল অনেক আলোকবর্ষ।
কখনো বসন্ত শুধু স্বপ্ন দেখায়
ওজন স্তর ভেদ করে মিশে যায় হৃদয়ের বাতাসে।
আর আমার বসন্ত মন খারাপের অজুহাতে
বয়সের দিকে ঢলে পড়েও
বাতাসে গন্ধ ছড়ায়, অজুহাতের কোনো বয়স নেই ।
বাতাসে শুধু একটাই গন্ধ
আজ বসন্ত।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴