বর্ষায় বিজন বাড়ি/প্রশান্ত নাথ চৌধুরী
বর্ষায় বিজন বাড়ি
প্রশান্ত নাথ চৌধুরী
রওনা দিলুম লোকাল ট্রেনে খড়দা থেকে,
যাবার কথা পাহাড়েতে বিজন বাড়ি।
হঠাৎ দেখি আকাশ কালো মেঘে ঢাকে,
একটু পরে শেয়ালদাতে থামল গাড়ি।
বৃষ্টি তখন লাগামছাড়া কাপড় ভিজে,
ধরতে হবে পদাতিক, হাতে সময় নাই!
ছুট লাগিয়ে বুকের ভেতর বাজছে ডিজে।
ভিড় সামলে অবশেষে আসন খুঁজে পাই।
হুইসিল বাজে, চা আসে, ট্রেনটা নড়ে ওঠে,
সবাই যখন বিছানায়, আমি তাকাই দূরে।
ফাঁকা রাস্তা, বারি ঝমঝম ট্রেনটা জোরে ছোটে,
সকালবেলা গরম চা, মহানন্দার তীরে।
গাড়ে চেপে রোহিনীতে, মেঘ এসেছে নেমে।
চাওমিন আর ধোঁয়ার কাপে জমে জবর আসর।
সহযাত্রীরা বিরক্ত - বৃষ্টি কখন থামে!
সেলফি জোন, ঘুম স্টেশনে মেঘ কুয়াশার বাসর!
পটে আঁকা পাহাড়ি পথ, কী যে গ্রামের নাম,
ওই অপরূপ শোভায় বুকে জুটল খুশি যত।
তারপরে এক ফুলের দেশ, 'ঋষিহাট' সেই গ্রাম,
বৃষ্টিস্নানে পাহাড়ী মেয়ে তুলছে পাতা কত।
চা বাগানের ভেতরপথে ডাইনে ঘোরে গাড়ি,
হোম স্টের ফোন এসেছে, সামনে বিজন বাড়ি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴