বর্ষা মেয়ে/গণেশচন্দ্র রায়
বর্ষা মেয়ে
গণেশচন্দ্র রায়
একটি মেয়ের চিঠি পেলাম
বর্ষা তার নাম
মেঘনা আঁচল শাড়ির ভাঁজে
ডাকছে অবিরাম।
ঝম ঝমিয়ে পড়েছো ঝরে
বলেই, খুশি চাষী
সোনালী সকাল তুলতে ঘরে
কাদা জলে ভাসি।
ডুয়ার্সের সেই নকশা আঁকা
পাহাড়ি মেয়ের পোশাক মেলে
বনের পথে নাচতে নাচতে
ছলাৎ ছলাৎ তিস্তা জলে।
জলঢাকারই বৈরালি মাছ
সকাল সকাল তোমার জন্য
খুঁট্টিমারীর বনবাংলোয়
রাভাবস্তির গল্প জানো!
বৃষ্টি সন্ধ্যা গড়িয়ে গড়িয়ে
ডাকছে ঘুম পাহাড়
বর্ষা মেয়ের উষ্ণ ঠোঁটে
নামছে অন্ধকার।
শাল সেগুনের সবুজ খাতায়
তাতে তোমার নামটি লিখো
চা-বাগিচার স্বপ্নগুলো
মেঘ বারান্দায় ছড়াতে শিখো।
আজকে না হয় তোমার সাথে
একটু প্রেম করবো
বৃষ্টি ভেজা মাটির গন্ধে
তোমায় নিয়ে ঝরবো।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴