বর্ণাঢ্য বেদনা/শঙ্খ মিত্র
বর্ণাঢ্য বেদনা
শঙ্খ মিত্র
১
একটা মুহূর্ত ভাবছি
ভাবছি অনেকগুলো মুহূর্ত
ভাবনার কোন তল নেই
নৈঃশব্দ্যের ভিতর এত যে শুদ্ধ অবগাহন
একথা জানা ছিল না আগে
যে সকাল এখন ম্রিয়মান, তার পাদদেশে
অবিশ্বাসের মতো গ'লে গ'লে পড়ে রাত
বাসি বিছানা ভুল করে
চিনতে পারে না সুখী গৃহকোণ
২
দারুচিনি ফুল পড়ে থাকে শান্ত দিঘির পাশে
বর্ণাঢ্য বেদনার শিয়রে এসে
শিস দিয়ে যায় অকাতর শালিখের দল
উদাস চেয়ে থাকে অভিমানী জানালা
এই যে দৃশ্যের সমাহার অলিখিত পয়ারগুচ্ছ
পাক খাচ্ছে একটা আস্ত শূন্যের ওপর
সৌখিন বাতাসের তির্যক আহ্লাদ গায়ে মেখে
গড়িয়ে যায় পলক পড়তেই
ঝরে পড়া বালির মতো মায়াবী বিভ্রম
আঁকড়ে ধরার বাহুল্যে মিশে যায় অনন্তে
৩
অতঃপর সব শান্ত হয়
মুছে যায় অতল বিষাদ
যে কবিতা লিখব বলে বসে থাকি
তার দেহপটে অসীম অবকাশ
উদ্বাস্তু শিবিরের মতো মর্মভেদী হাহাকার
হে অনন্ত, জল বায়ু মাটি
আমাকে ত্রাণ দাও অথবা নির্বাণ
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴