বন্যার কবলে/চৈতালি ধরিত্রীকন্যা
বন্যার কবলে
চৈতালি ধরিত্রীকন্যা
'বর্ষাকালে ফর্সা গালে মাখলো আকাশ যেই কালি' ওমনি দাদা নিয়েই দা-টা বাঁশটা কাটেন এক ফালি
কারণ যেটা জানেন দাদা পুকুর ডোবা বানে ভাসে
নদীর বাঁধ মাথার ছাদ সব ভেসে যায় প্রবল গ্রাসে।
গ্রামের লোকই ভুক্তভোগী আশ্রয় নেয় স্কুলটাতে
কত কত ক্ষয় প্রকৃতির ভয় তবু মায়া তার প্রাণটাতে
বাঁশের গোঁজা শক্ত সোজা ভাঙা বাঁধে দেয় তুলে
আর কতকাল এই নাজেহাল সুখের ভেজা যাই ভুলে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴