বন্ধু হয় না মেপে/রীনা মজুমদার
বন্ধু হয় না মেপে
রীনা মজুমদার
আয় বৃষ্টি, এক্ষুনি যাস না চলে
কেন যে মা শুধু পড় পড় বলে!
আয় বৃষ্টি ঝেঁপে, আয় না বেশি কাছে
দুজনে গল্প করি, রূপকথা নয় তো মিছে!
আয় বৃষ্টি একটু দাঁড়া কাগজের নৌকো বানাই
দুজনে ভেসে যাব সাত সাগর, বাজবে সানাই!
বৃষ্টি তুই খুব মিষ্টি, বন্ধু যদি হতে চাও!
চুপটি করে খেলনা নিয়ে সাথে বসে যাও
আজ আমার পুতুল বিয়ে, সঙ্গে যাবি
থাকবে মন্ডামিঠাই, চেটেপুটে সব খাবি
বৃষ্টি গন্ধে বৃষ্টি শব্দে শ্রাবণ তুই ছোট্ট থাকিস
পড়ার সময় তুই কেবলই অঝোর ঝরিস, ডাকিস
তুই ভালো থাকিস, মা বকলে কান্না আঁখি
ধুয়ে দিস, শ্রাবণ তুই কক্ষনও দিস নে ফাঁকি!
আয় বৃষ্টি ঝেঁপে
বন্ধু হয় না মেপে...
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴