সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
02-April,2023 - Sunday ✍️ By- অজয় রায় 483

বনের ভেতর মন/অজয় রায়

বনের ভেতর মন

অজয় রায়
----------------------

সারাটাদিন নিস্তব্ধতা নিরিবিলি শান্তিতে কাটাব ভেবে বেরিয়ে পড়লাম। চারিপাশে মানসিক চাপ ঘিরে রেখেছে দেহ ও মস্তিষ্ককে। প্রকৃতির মাঝে পাগল পথিকের মতো চলতে থাকা অরণ্যের ওই সরু মেঠো পাকদন্ডি ধরে। আর সেই  পথ শেষ হয়েছে  গাছগাছালির মাঝে কিংম্বা  যুগ যুগ ধরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ওই  পাহাড়ের পাদদেশে নয়তো  দূরে স্কাইলাইন ধরে মিশে যাওয়া দূর দিগন্তে।  হ্যাঁ, এটাই তো হৃদয়ের শান্তির ঔষধ । 
যেখানে নিভৃতে একাকী পাতাভরা কোনো গাছের নিচে  শীতল ছায়ায় বসে দেখতে থাকা দিগন্তের মিশে যাওয়া ওই সবুজ অরণ্য কিংবা শীত-বৃষ্টি-রৌদ্রকে উপেক্ষা করে যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা ওই বিশাল পর্বতটাকে। চোখ বন্ধ করে গাছে পিঠে হেলান দিয়ে হারিয়ে যাওয়া তাদের মাঝে। আর হৃদয়ের ক্যানভাসে আঁকতে কোনো রূপকথার গল্প। পাশের কোনো গাছের মগডালে বসে থাকা অচেনা পাখির  মধুর সুরেলা ডাক শুনে  হৃদয়ে  তৃপ্তি আর ঠান্ডা বাতাস গা বুলিয়ে আদর করায় অনুভব পাওয়া  গভীর  সন্তুষ্টি। 
মাটিয়ালি বনজ সুগন্ধে ঘ্রাণে নিয়ে মেতে উঠে দেহ। বনদেবীর আরাধনায় মগ্ন ঘন্টিপোকার ঘন্টি বাজানোর মিষ্টি আওয়াজে হৃদয়ে জন্মেছে এক উন্মাদনা, আর সেই উন্মাদনায় করতালি বাজিয়ে  তাদের সাথে মিলে গিয়ে তাদের মতো নিমগ্ন হয়ে পড়া বনদেবীর আরাধনায়। প্রকৃতির ভালোবাসায় পাগল হয়েও যেন আনন্দে ও সুখী থাকাটা কত সহজ এটা ভাষায় প্রকাশ করা যায় না । আর পাগল পথিকের মতো প্রকৃতির ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ হয়ে ডুবে থাকি চিরকালই, আর শুধু ভাবতে থাকি পাগল প্রকৃতিপ্রেমি হওয়াটা কি সবার সাধ্যের মধ্যে......!

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri