বনলতার ছবি/মনীষিতা নন্দী
বনলতার ছবি
মনীষিতা নন্দী
গত ক'মাস ধরে আয়নায় দাঁড়ালেই
ভেসে উঠছে মুখটা
চোখ বুজে কিংবা না বুজে।
এই তো সেদিন,
লড়াইয়ের মাঠে বিছিয়ে দিয়েছিল
মেঘলা দিনে মুঠো ভরা রোদ
ভুবন ভোলানো হাসি ঠোঁটে
নেচেছিল পাগলপারা
বাদলা হাওয়ায়, ঝরণা হয়ে,
নদীর মতো, রাখাল - বাঁশির সুরে।
কর্কট কামড়ে অখন্ড অবসর, বিশ্রাম;
চোখ মেলে এদিক ওদিক
আবছায়া ভেসে যায়
তুলি বোলানো যুগল ভুরু,
জ্যোৎস্না মখমলের টোল পড়া গাল,
ছটফটে পায়ে চুল্লীঘরে
প্রেমিকের শেষকথা চুম্বন;
চাঁদের হাসি বিদ্যুৎ বেগে আগুন রঙ,
আয়নায় তাকানো ধৃষ্টতারও কিছু বেশী বৈকি!
প্রতিমুহূর্তে অসুখ ধরা পড়ে,
কেন এত ভুল দেখছি জানি না
শুনতে তো পাইনা বাঁশির সুর!
ও একলা শোনে, একলা নেচে ওঠে
উদযাপনে জীবন মাতায়,
মৃত্যু আঁকে আদর ক'রে, আয়না ঘরে;
খেলাঘরের বুক খুঁড়ে খু্ঁড়ে
খুঁজেই চলে ফুল - ছবি - ছাপ লেখা
একলা জিয়নকাঠি।।
(অভিনেত্রী ঐন্দ্রিলার ক্যান্সারে মৃত্যু হয়। তারপর এই কবিতাটি লেখা। শেষ সময় জিয়নকাঠি ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করছিল।)
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴