বনছবি/পার্থ বন্দ্যোপাধ্যায়
বনছবি
পার্থ বন্দ্যোপাধ্যায়
------------------------
সোনালি বিকেলে নিরিবিলি একটানা হাঁটা পথে আমরা
সাদাকালো মেঘেদের ক্যানভাসে টুকরো টুকরো বনছবি।
পাতাঝরা রাজাভাতখাওয়ার অরণ্যে,
ধোঁয়া ওঠা গরম ভাতের গন্ধ ভেসে আসে।
ছোট চা বাগান, গাছ গাছালি হাত নেড়ে যায়
একঘরে চিকরাশি মাথা তুলে দাঁড়িয়ে
এত সব অচেনা অজানা পাখি দের ডাক?
সাদা টগরের অগোছালো ঝোঁপঝাড় স্বাগত জানায়,
সেগুনের সোজা শিড়দাঁড়াকে,
যে শিরদাঁড়া কখনো ভাঙলেও নত হবে না।
অভুক্ত বানরের দল ক্ষিদে মেটায়,বাঁদরামি ভুলে
বনময়ুরীর নাঁচ দেখে, আড়চোখে
উপহাসের অট্টহাসি বনমোরগের ডানায়
দূরে কুয়াশার মোড়কে চিলাপাতা
বানিয়াদহের টংঘর মুখো শুকনো ডালে
মনমরা একলা ধনেশ।
সন্ধ্যায় একটুকরো ডায়না হাতছানি দেয়
চখা ডেকে ওঠে আর্তনাদ করে
কেন এই অবেলায় অগোচরে বোঝা ভারি দায়।
তন্দ্রায় নড়ে ওঠে সাঁকো, কেঁপে ওঠে বুক আজ কোন ঈশারায় !
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴