বদল/ভাস্বতী রায়
বদল
ভাস্বতী রায়
---------------
বসন্তের মনখারাপ
এখন আর স্পর্শ করে না উড়ন্ত চুল
বরং কোকিলের সুরেলা স্বর হৃদপিন্ড ছুঁয়ে থাকে।
ধুলোমাখা ঘাস আর বিরক্ত করে না
বরং আমের মুকুলের গন্ধ মাতাল করে সারাক্ষণ।
বসন্তের নি:সঙ্গ বিকেলে
এখন আর একাকী হই না
ছাদ বাগানের বোগেনভেলিয়া, জারবেরা,
পিটুনিয়ার সঙ্গে মেলাই সুর ।
মেঘলা আকাশ আর মন খারাপের কারণ হয় না
বরং নীল সাদা অপরাজিতার মাঝে
পেজা তুলো খুঁজে পাই।
এখন আর কথায় কথায় অভিমানী হই না
বরং সবকিছুর মাঝে
খুঁজে পাই পরমের অনন্ত কণ্ঠস্বর।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴