বছর শেষে
বছর শেষে
মৌমিতা মিত্র
==========
যতবার আয়নার সামনে দাঁড়িয়েছি
বুঝতে পারছি এ মুখ ঠিক আমার মতো, কিন্তু আমার নয়।
আমি তো দামাল বাতাস এক,
ছুটে বেড়াই, এলোমেলো করি গাছপালা মাটি ঘর,
আমার ভেতর সব তছনছ করে তবে কে?
কে আমার ভেজা চোখের কাজলের সাজ
মুছে দেয় অবহেলায় এক লহমায়?
আমি আগুনে পোড়াই নিজেকে নিরন্তর,
ঝলসে ওঠে সমস্ত আবেগের ছেঁড়া কাগজ,
ছাই যা কিছু পরে থাকে
কে আবার যত্নে ভরে রাখে সিন্দুকে?
আমার মুখের রেখাবিন্যাস আয়নায় দেখি তো অহর্নিশ,
কত বসন্ত নদীর বহমান স্রোত হয়ে
ভাসিয়ে নিয়ে শীতের মরশুমে ঠেলে দিচ্ছে,
শীত তীব্র থেকে তীব্রতর হচ্ছে
অথচ
আয়নায় ফাটল ধরেনি তো কোনো;
কে যেন আজীবন মসৃণ রেখে দিতে চায়
আয়নার ভেতর আমায়,
সেই তাকে খুঁজে তবে বাড়ি ফেরা হবে কোনোদিন,
আয়না সেদিন রেখে দিও
লাল গোলাপ, ভালোবেসে।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴