বকধার্মিক/শঙ্খ মিত্র
বকধার্মিক
শঙ্খ মিত্র
একটি ফুলকে একটি কবিতা ধরে নিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম
কোথাও কোন শান্তির দূত নেই
সার সার কাক ও শকুনের দৌরাত্ম্য
ভীষণ গদ্যের মতো পদচারণা নিমেষে আছড়ে পড়ছে
এই পারসেপশন একটি আপাত অচলাবস্থা
ব্যারিকেড ভেঙে ফেলার পর, যেমন
নিরীহ জনতার ওপর জলকামানের বিষোদগার
বিসদৃশ বিলুপ্তপ্রায় কিছু ইস্তেহার, বিক্ষিপ্ত কিছু দৃশ্য
সাদা ধবধবে একটি বকের মতো
সে জানে তার অস্তিত্ব আছে
শুধু জানে না, তার নামে কেন কিছু ধার্মিক ঘুরে বেড়ায় ?
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴