ফ্যাকাশে/ভাস্বতী রায়
ফ্যাকাশে
ভাস্বতী রায়
আকাশের সাদা মুখ ছিল বেশ ফ্যাকাশে
কালো নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছিল বারবার
হার জিরজিরে শুকনো গাছটার আকুতি
শুনতে পায়নি নিষ্ঠুর বাতাস।
বেনী দুলিয়ে ওড়না উড়িয়ে
সস্তার কাজল লিপষ্টিক মেখে
প্রেমিকের জন্য দীর্ঘ প্রতীক্ষিত মেয়েটির
মুখ সেদিন ফ্যাকাশে হয়েছিল,
হয়েছিল তাঁর বিশ্বাসের অপমৃত্যু।
কবিতার সঙ্গে সহবাস করেছিল যে কবি
তাঁর কলমও সেদিন ফ্যাকাশে হয়েছিল
মাটির গান গেয়ে বেড়ানো বাউল
ভুলে গেছিল তাঁর প্রিয় গান।
ফ্যাকাশে ছিল চাঁদও সেদিন
ঘুটঘুটে কালো অন্ধকারে
পথ হারিয়ে ঈশ্বরও করেছিল
তীব্র আর্তনাদ।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴