ফিরে এসো/মৃগাঙ্ক সরকার
ফিরে এসো
মৃগাঙ্ক সরকার
ফিরে এসো একবার, সবুজের গা ঘেঁষে
নীল আকাশে যেখানে মেলে সমুদ্দুর;
আমাদের দেখা হোক
স্বর্গ-মর্ত্য-পাতাল চিরে উঠে আসুক অমৃত।
অরণ্যের গহীন কোণে তাকে দেখেছি
সঙ্গোপণে উবে যেতে
আমার জীবন থেকে ক্রমে ক্রমে
বাষ্পাকারে ঘনীভূত হয়ে;
আবার এসো না নেমে, আমার ধরাতলে--
কথা দাও নামবে না বৃষ্টি হয়ে,
কথা দাও ভেসে ভেসে বেড়াবে আবার--
ভেসে ভেসে মেঘেদের বেশে
ঝলমলে দিন আমাকে দেবে উপহার!
এই তো মাথার উপর
এইতো আমার কাছে--
শুধু রাতটুকু পাই না ছুঁতে;
দূরে, আরও দূরে সরে যাও তুমি;
বল,
তুমি আসবে বারবার,
ভাঙবে আমার স্থবিরতা
দখিনা বাতাস হয়ে ঢুকে পড়বে
আমার অচলায়তনে
বল!
তবু আসবে
দেখা হবে না,
হবে না কথা, স্পর্শ....
বল,
তবু আসবে....।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴