ফানুস/ডালিয়া রায় চৌধুরী
ফানুস
ডালিয়া রায় চৌধুরী
কতটা ভালো থাকব বলে জীবন শুরু করেছিলাম,তার তো মাত্রা টানি নি ।নিজেকে উজাড় করে দিয়ে ভালোবেসে ভালো থাকা যায়, ঐ বিশ্বাসটাই নষ্ট হয়ে গিয়েছে । সেই ভাল থাকা,না থাকা নিয়েই সময় অতিবাহিত করছি চার দেওয়ালের মাঝে।
সময়টা বড্ড টাল মাটাল,ঘটে যাওয়া সব কিছুই যেন কানের কাছে ফিসফিস করে বলছে কেউ ভালো নেই।তবুও এই ভালো না লাগা গুলোকে মন থেকে মুছে নেব বলেই সেদিন মেমের হাত ধরে সিঁড়ি বেয়ে উঠেছিলাম ছাঁদে, ফানুস ওড়াব বলে । নীল আকাশের বুক চিরে সাদা মেঘের ভেলায় চেপে একদল ফানুস উড়ে বেড়াচ্ছিল চারিদিকে। দীপাবলীর আলোয় ভরা মুক্ত আকাশ ।নীল দিগন্তে ফানুস তার আপন মহিমায় বিরাজমান।আমি মুক্ত কণ্ঠে গান ধরেছিলাম.. "আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দু'টি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যায় ছেয়ে।"চোখ ঝাপসা হয়ে এল জলে,আজানা একটা কষ্ট বয়ে চলেছি যেন।আর ঠিক তখনই মনে হয়েছিল যদি আমি ফানুস হতাম তাহলে ভালো হতো, চোখ বন্ধ করে বলতে পারতাম নীল আকাশের বুকে আলোর প্রদীপ জ্বেলে আমি ভালো আছি।
সত্যিই কি ফানুস ভালো আছে? কোনো দিন ভেবে দেখেছি কি!
মানুষ তার প্রয়োজনেই তৈরি করেছে ফানুস। নীল আকাশের বুকে ফানুস আপন গতিতে চলতে থাকে আকাশ প্রদীপ জ্বেলে ।মানুষ উল্লাসে মেতে ওঠে । যতদূর দৃষ্টি যায়, নীল আকাশের বুকে দূর থেকে দূরান্তে মিশে যায়,তারপর একটা সময় কোথায় হারিয়ে যায়।সেদিন মেমকে জড়িয়ে ধরে মনে মনে বলেছিলাম,"তুই আমায় অনেক দুঃখেও, ভালো থাকতে শিখিয়ে দিলি " ।
ছোট ছোট ভালো লাগার গল্প গুলো সাজিয়ে নিয়ে নিজের অজান্তেই বলে উঠলাম, "আমি খুব ভালো আছি।"এভাবেও ভালো থাকা যায়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴