সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
29-September,2024 - Sunday ✍️ By- মিষ্টু সরকার 112

প্রিয় নাসরিন/মিষ্টু সরকার

প্রিয় নাসরিন                                    
মিষ্টু সরকার

মনে মনে খুব ভাবি 
একদিন নিশ্চয়ই দেখা হবে ।
তোমার সাথে দেখা হবার
সেই মুহূর্তটা  ! কেমন হবে ?
সদ্য কৈশোর পার করেছি যার ভাবনায় ;
তাঁকে কাছ থেকে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা কেমন ?
একটা উপাখ্যান-এর মতো 
স্বপ্নের ঘোরে তোমার হাত ধরতে গিয়ে...
নিজেকেই চিমটি কাটি ;
এতো নরম পদ্মকলির মতো : তোমার হাত ধরি, 
মিশে যাই তোমার পদ্মবক্ষে,
পদ্মগন্ধে শ্বাস নিতে নিতে তোমায় ছুঁয়ে থাকি,
তোমার নির্মাণে খুঁজে পাই নিজেকে ।
প্রশ্ন করি নিজেকে ? 
যার বাস পদ্মবনে 
এতো মৃণালের আঁচড় বুঝি  শুধু তার !!
তোমার কষ্ট হয় !
কান্না পায় আমার।
তুমি তো শুধু তুমি নও ;
তুমি যেমন ধ্রুব তুমি, 
তেমন তোমার মাঝে আমাকে 
আর আমাদেরও যে রেখেছ জড়িয়ে ।                         
জড়িয়ে - গড়িয়ে বাঁধা পড়ে গেছি,   ভালোবাসা হয়ে।                                                 
সেই ব্রহ্মকাল থেকে !
তোমার গান, আমার স্নান ।
এর সুর ছাপিয়ে ওঠার ক্ষমতা নেই কোনো নারী সত্ত্বার ;                  
কোনো মনুষ্যত্ব বোধের !
এই বোধের ভার তুমি জন্মে জন্মে নাও তসলিমা ।
যে আকন্দ ফুলে মহেশ্বরের আরাধনা;
তারই পাতায় ! নির্যাসে ! এত মৃত্যু বিষ ??
যতদূর যাই! যেখানে যাই তোমাকে পাই !
এমন করে পদ্মবনে !
এমন করে আরাধনায় !

তোমার নামের একটি অর্থ ''ইচ্ছা" বলে 
ইচ্ছাতে রাখি তোমায় !
জীবনকে ছোঁয়ার সব ইচ্ছে গুলি সবার হয়ে ;
তোমার পায়ে আনত মুখে দাঁড়াক !

তোমার জন্য রেখেছি একটা শাড়ি ।
সাদা  জমির ওপর ফুলে ফুলে ছেয়ে আছে শাড়িটা...
সে শাড়ি, তোমায় জড়িয়ে থাকবে যেমন গাছে ফুলগুলি !
আমি ভাবব তোমার বুকের, হাতের, পায়ের কাঁটাগুলো !!  সরিয়ে,  সরিয়ে
তোমায় ফুলেল ছোঁয়া দিলেম ।
প্রিয় তসলিমা 
এই সন্তুষ্টি ! তৃপ্তি ! ইচ্ছা ! আনন্দ !
এইটুকু চাওয়া আমার হয়ে থাক।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri