সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
14-May,2023 - Sunday ✍️ By- উমা দাস সরকার 278

প্রাণের কবি/উমা দাস সরকার

 প্রাণের কবি
উমা দাস সরকার
----------------------

"কত যে তুমি মনোহর মনই তাহা জানে, হৃদয় মম থরোথরো কাঁপে তোমার গানে"...
তোমাকে প্রনাম জানিয়ে কিছু লেখার ভাষা আজকের দিনে আমি খুঁজে পাই না! তাই তোমারই ভাষায় তোমায় আমার ছোট্ট  শ্রদ্ধা জ্ঞাপন!!  
আজ থেকে আরও একশত বছর পরেও, জানি তুমি সকলকে এই ভাবেই মুগ্ধ করবে। শ্রাবণের ধারার মতো এভাবেই ঝরে পড়বে তোমার বাণী।
তোমার সঙ্গে আমার সম্পর্ক ঠিক কতটা,  সে আমার গোপন কথা। 
আমার বিদ্যালয়ের দিনগুলিতে যেহেতু আমি নাচে-গানে তেমন পারদর্শী ছিলেম না, তাই তোমার খুব  কাছাকাছি তখন আমার যাওয়া হয়নি। তবে 'কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে - সে তো আজকে নেয় সে আজকে নয়/ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে।'
        
তোমার গানের ভেতর দিয়েই আজ আমি পৃথিবীটাকে দেখি। নিজেকে চিনি নিজেকে জানি। আমার আকাশ ভরে যায় ভালোবাসায়।
"মহারাজ একি সাজে এলে হৃদয়পুর মাঝে!" তোমাকে ঘিরে যেমন এক গোটা উপন্যাস লিখতে মন চায়, তেমনি তোমার লেখায় মুগ্ধ হয়ে আমি দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী  বিলীন থাকতে পারি।
সাধনা আমার শেষ হবে সে ভাবনা আমার  নাই। আমার নিত্য দিনের জীবনে তুমি রবে,
সে তো আমি চাই। 
নিত্য নূতন সাধনাতে নিত্য নূতন ব্যথা!
তবু আমি দু হাত মেলি----
চির জন্ম সঙ্গোপনে পূজিব একাকী!! 
'পঁচিশে বৈশাখ' দেখা দিক আরবার!  প্রজন্ম থেকে প্রজন্ম  তুমি আরও  দীপ্তময় করে তোলো সকলকে।
ব্যক্ত হোক আমার আমাদের জীবনের জয়।
আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি -
সহজে তুই দিবি যখন সহজে তুই সকল নিবি।
             
ভালো-মন্দ যাহাই আসুক সত্যকে সহজে... তার অনুপ্রেরণা তুমি।
ভীষণ অবহেলার পরও আমি তোমার মাঝে অবলম্বন খুঁজে বেড়াই! একরাশ অমিলের মাঝে আমি বিন্দু বিন্দু একমত গড়ে তুলি!
জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রানময় তাই  আমি বাঁচি।।                                       

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri