প্রভু তোমাকে/গৌতমেন্দু নন্দী
প্রভু তোমাকে
গৌতমেন্দু নন্দী
ঘন্টা ধ্বনির অনুরণনে উদ্বলিত
গীর্জার প্রাঙ্গণ মধ্য রাতে
উদ্বেলিত যুগ থেকে যুগান্তর---
জীবনের ছন্দ না ছন্দপতনের
এই অনুরণন?
তারই নিরন্তর অন্বেষণ
উৎসব প্রাঙ্গণে--প্রভুর চরণতলে।
মধ্য রাতে সূর্যোদয়ের প্রত্যাশায়
অবনত হই
মহাজীবনের চরণতলে
চেতনার বার্তা নিয়ে আসে
মহাজীবনের আলোকবর্তিকা
উৎসব-ক্যারলের সুর মুর্ছনায়
শোকের আবহে নয়
উৎসব আবহেই ঈশ্বরের মুক্তি
মুক্তি পরিত্রাণের...
ক্রুশবিদ্ধ নয় ঈশ্বর, নয় রক্তাক্ত
রক্তক্ষরণ বিবেকের, মূল্যবোধের
রক্তাক্ত এই সমাজ ও সভ্যতা
বাইবেলের পাতায় ক্রুশবিদ্ধ নয়,
পড়তে চাই পাপ মুক্তির কথা...
সমাজ সংস্কারের কথা....
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴