প্রতীক্ষা/অমিতাভ গোস্বামী
প্রতীক্ষা
অমিতাভ গোস্বামী
----------------------
মধ্যরাতের ঘন্টাধ্বনির অপেক্ষায় আছি
ক্রমশ চতুর্দিক ধূসর হয়ে আসে
দেখি বৈভবের আস্ফালনে আর্তের হাহাকার
জ্বলন্ত বারুদে মৃত্যুর হাতছানি
চেতনায় হানা দেয় হিংস্র প্রেতের দল
পাপবিদ্ধ পৃথিবীতে ক্রুশবিদ্ধ আমরা
বিনিদ্র রাত জাগি তোমারি প্রতীক্ষায়
মোমবাতি জ্বালি নিবিড় প্রার্থনায়
হে সবিতা, তোমার দিব্য আবির্ভাবে
সকল কালিমা মুছে যাক
তপ্ত ধরিত্রীর প্রতিটি ক্ষয়িষ্ণু শিকড়ে
প্রেমের পেলব স্পর্শ দাও
পৃথিবী মগ্ন হোক নব নির্মাণে, সৃষ্টিতে
ভেসে যাক ভালোবাসার অনন্ত প্রপাতে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴