পেরিয়ে চলেছি যে সময়/কাকলি মুখার্জি
পেরিয়ে চলেছি যে সময়
কাকলি মুখার্জি
বিষণ্ণতা লিখতে লিখতে ক্ষয়ে গ্যাছে আঙুল।
কলমও আজ দায় এড়াতে খিল আঁটে।
দুঃখ, বিষাদ, সমবেদনা, সহানুভূতি - সব পানসে।
ইতরদেহ পারফিউমে ঢেকে চলার নাম আধুনিকতা।
রং বদলানো গিরগিটির কাগুজে গল্প
তেলেভাজার মতো দেদার বিকোয়।
বুকের ভেতরকার অসহায়তা
প্রতি রাতে গলা টিপে ধরে।
ফণী, আয়লা, বায়ুর চেয়েও মারাত্মক আক্রমণ
হা- হুতাশ জমায় হৃদয় প্রকোষ্ঠে।
খোলনলচে বেরিয়ে পড়া বস্তি ভাঙতে
বুলডোজার আসে।
অসুস্থ সময়ের চিকিৎসায় ভারী ভারী সংলাপ।
মাৎস্যন্যায়ের খেলায় জিতে যাওয়া শ্রেণীর নাম
মুখে আনা বারণ।
মনের সাথে মন মেলানোর খেলায়
পরাজিতের গ্লানি মোছে অ্যালকোহল।
পাপ ধুয়ে ফেলে সাবান।
আর শরীর সাফে যোগচিহ্ন আঁকা দেওয়ালই আদর্শ ঠিকানা।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴