পার্থ বন্দ্যোপাধ্যায়ের আলোচনায় মনীষিতা নন্দীর কবিতা সংকলন "অন্তক্ষরণ'
পার্থ বন্দ্যোপাধ্যায়ের আলোচনায় মনীষিতা নন্দীর কবিতা সংকলন 'অন্তক্ষরণ'
"অতৃপ্ত আত্মাদের ভিড়ে
লুকিয়ে বসে আছে কলতান
এই মুখ ছাড়িয়ে যাবে কবে
ভেবে ভেবে চিড় ধরেছে আয়নায়
চশমার কাঁচে কুয়াশা এলে
বাদামী রঙের আরাম ঘুম অপেক্ষা
আরও একটা মেট্রো স্টপেজ, "
একদম সোজা সাপটা সাবলীল উচ্চারণ রয়েছে মনীষিতা নন্দীর কাব্য সংকলন " অন্তক্ষরণ" এর প্রতিটি কবিতা জুড়ে।
জোড়াতালি কবিতায় মনীষিতা লিখেছেন,
"পাহাড় শরীর গড়তে থাকে
ছিদ্র খুঁজে নেবার অঢেল সময়
খাবার গুলোয় বিষ মাখানো থাকে
আবর্জনা মাখা অমৃত ভাস্কর্য্য
মুখ জুড়ে শুধুই পরিতৃপ্তির ধাঁধা
ফাঁকা আওয়াজের দূষিত আত্মাভিমান
ইচ্ছে করে ঠুকে ঠুকে
থেঁতলে দিই মাথা দুটো..... "
প্রতিটি শব্দচয়নই অসাধারণ। উত্তর আধুনিক কবিতার সব শর্তগুলো এখানে পরিপূর্ণতা পেয়েছে।
অন্যদিকে "নামহীন " কবিতায় ফুটে উঠেছে অন্য ছবি, নিপিড়ীতা নির্যতিতাদের অব্যক্ত কাহিনি,
"আমি একলা,একেবারে দুটো চোখ রক্তকরবী
নিশব্দ চিৎকারে ভেঙে যায় ছিঁড়ে যায়,
চুল থেকে নখ, হাড় - পাঁজরা
হানাবাড়িতে ঘুমিয়ে ছিল তৃতীয় নয়ন
চুরি হয়ে গেছে কালের ত্রিশূল, খন্ড চাবুক
দলা পাকিয়ে এদিক ওদিক রসালো মাংস
কেজি দরে বিক্রি করে
বুকে হাঁটা রাক্ষস
যোনীপথ চিরে আগুন সাজের সশস্ত্র কামড়
কোথায় তখন তুমি, তোমার বাহিনী, বিপ্লব প্ল্যাকার্ড, শ্লোগান..... "
একটা অবক্ষয়ে নি: শেষ হয়ে যাওয়া সমাজের চালচিত্র। এখানে তার কবিতা সময়ের দলিল হয়ে ধরা দিয়েছে।
এইভাবেই শারদ অর্ঘ্য, আগুন বিষ, দহন, ভরা শ্রাবণ, মধ্যিখানের চর, জ্বালামুখী, তুমি নেই, কখনো থমকে এবং অন্য দীপালিকা কবিতা গুলোতে কবির কষ্ট কথা দিনলিপির মতো উঠে এসেছে। সংখ্যা এই কাব্য গ্রন্থে গৌন বিষয়। মুখ্য বিষয় হল যন্ত্রনা এবং সে যন্ত্রনা সমাজ যন্ত্রনা হলেও বহুমাত্রিক ভাবনার আবর্তে তিনি নিদ্রাহীন। অবক্ষয়ের পাঁক তার হৃদয়কে খনন করে চলছে অনবরত।
"অন্তক্ষরণ" কাব্য সংকলনের কবিতাগুলো তিনি তাদেরকে উৎসর্গ করেছেন যারা নিরন্তর কবিকে দংশন করে চলেছে। যারা কবির অন্তর থেকে টেনে হিঁচড়ে বিষ বের করছে, তাদেরকে।
অভিজয় প্রকাশনীর সুন্দর ঝকঝকে ছাপা বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রকর শমীক জয় সেনগুপ্ত। ভাবীকালের কবিদের বালিশের পাশে স্থান পাবে এবং পাঠক সমাদৃত হবে কবি মনীষিতার কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত " অন্তক্ষরণ " একথা নিশ্চিত ভাবে বলা যেতে পারে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴