পার্থ বন্দ্যোপাধ্যায়-এর আলোচনায় মণিদীপা নন্দী বিশ্বাস-এর কাব্যগ্রন্থ 'শস্য দানার রঙ'
পার্থ বন্দ্যোপাধ্যায়-এর আলোচনায় মণিদীপা নন্দী বিশ্বাস-এর কাব্যগ্রন্থ 'শস্য দানার রঙ'
"দংশন কর রক্তে লাল হোক ভূমি
ডুবে যেতে দেখ - একটু একটু করে
নীচে সবুজ চত্বর। নীল আকাশ
ধানি জমি আর সূর্য প্রখরতা।
ওপরের পঙতি গুলো কবির তিস্তা মেঘনা কইন্যা থেকে নিতেই হল। বোধ করি " শস্য দানার রঙ " কাব্যগাথার কবিতাগুলো এই উদ্ধৃতির সাথে অত্যন্ত সাযুজ্যপূর্ণ।
কবিতায় যাপন কবি মণিদীপা নন্দী বিশ্বাসের। তার বহুমাত্রিক সাহিত্য জীবন কে ঘিরে রেখেছে সুর, তাল, লয় এবং ছন্দ। একাধারে প্রাবন্ধিক, গল্পকার,সঙ্গীত শিল্পীর সব সৃজন কর্মই কাব্যের ছোঁয়া পরিলক্ষিত হয়। এবার কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত "শস্য দানার রঙ" কাব্যগ্রন্থের কবিতার মোট সংখ্যা কুড়ি। সে প্রসঙ্গে কবি তার কাব্যগ্রন্থের প্রাক কথনে বলেছেন তাঁর কবিতার ছোটো কথা। তাঁর কবিতার বাড়িতে মা বাস করেন। তিনি ক্লান্ত অবসন্ন দিনের শেষে ফিরে আসেন মাটির কাছে। তার ধমনীতে বয়ে চলে ছন্দের ধারা।
তিনি লিখেছেন,
কিছুক্ষণ চুপ করে থাকি, একটু
শস্যদানা এদিক ওদিক ছড়ানো
নিবিড় আবরণ, শুকনো পাতারা
শুকনো ঝুরো ধানের মতোই
নিশ্চিন্তে শুয়ে থাকে
মাটির শরীরী প্রান্তে। "
বেদেও অন্নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলা হয়েছে, " অন্ন ই সকল শিক্ষার প্রথম কথা। বৃহদআরণ্যক উপনিষদে যাজ্ঞবল্কের কাহিনি অবগত আছি। দীর্ঘ সময় গুরুগৃহে অধ্যয়ন করে সর্বশাস্ত্র পারদর্শী যাজ্ঞবল্ক কে তাঁর পিতে কিছু দিন নিরন্ন রেখেছিলেন। অনাহারে সকল বিদ্যাশিক্ষা, স্মৃতি নষ্ট হয়ে গিয়েছিল ঋষি যাজ্ঞবল্কের।
আশ্রয় কবিতায় কবি লিখেছেন,
"অজস্র কার্তিকের রোদ এসে
মুঠো ভরা সোনা হয়
নেমে আসে টান আলো হয়ে...."।
কিম্বা
কথা গুলো রেলের চাকায় গড়ায়
হলুদ শস্যদানারা নিভে আসে
অসীম গভীরে আকাশ নামে
শরীরের কাছে, তখন ঘুম আর ঘুম।"
সমস্ত কাব্য গ্রন্থ জুড়ে দার্শনিক ভাবনার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। ভাবনারা মস্তিষ্কের অন্দরমহলে মায়াজাল বোনে।
উত্তর আধুনিক যুগের সফল কবি মণিদীপা। তাঁর এই বই আগামীর কবিদের কবিতা নিয়ে কাটাকুটি খেলায় প্রভূত উত্তরণে সহায়তা করবে।
কথা মানবী মল্লিকা সেনগুপ্তকে উপযুক্ত উপহার দিয়েছেন কবি। পরম্পরা প্রকাশনী থেকে ঝকঝকে ছাপা এবং মজবুত বাঁধাই এ অসাধারণ প্রচ্ছদে সেজে উঠেছে " শস্য দানার রঙ "।
বইটি যত তাড়াতাড়ি পড়ে শেষ করা যাবে তত তাড়াতাড়ি বিশ্লেষণ করা এককথায় অসম্ভব। সেই কারণেই এটি পাঠক সমাদৃত হবে। কবিতা নিয়ে যারা ভাবতে চান, কাটাছেঁড়া করতে চান তাদের কাছে এই কাব্য গ্রন্থ এক অমূল্য, সে বিষয়ে সন্দেহ নেই।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴