পার্থ/অমিতাভ দাস
পার্থ
অমিতাভ দাস
কৃষ্ণের সবচেয়ে প্রিয়
কৃষ্ণ যাকে স্বয়ং বলে উল্লেখ করেছেন -
নিষ্কলঙ্ক ব্যাক্তিত্বের বৈশিষ্ট্যর জন্য
শত্রুরাও তাকে শ্রদ্ধা করতেন।
অবশ্য আমাদের পার্থের শত্রু ছিল বলে
আমার মনে হয় না -
সর্বোত্তম গুনাবলীর প্রতিনিধিত্ব যিনি
যার অর্থ মানুষের মধ্যে সেরা-
মহাকাব্যের নায়ক।
আমাদের 'সাহিত্য আড্ডার মহানায়ক।'
চিকরাশি সাহিত্য পরিবারের 'প্ৰিয় পুরুষ'
সবকিছু ত্যাগ করেও যিনি বিজয়ী
সবকিছুর উর্দ্ধে
এবং কৃষ্ণের কাছে সব কিছু সমর্পন করার ক্ষমতা কার আছে বলুন তো?
কৃষ্ণ তো তোমাকে বলেছেন আত্মা কখনও মরে না
আত্মার জন্ম বা মৃত্যু হয় না।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴