পামসে আমার স্বপ্ন/অজয় রায়
পামসে আমার স্বপ্ন
অজয় রায়
হ্যাঁ.....! আজ পাহাড়ের দিকে এক মনে চেয়ে ছিলাম অনেকক্ষন। চোখ ও মন ভরে অনুভবের গোগ্রাসে তাকে গিলেতে থাকলাম আর মনে মনে তাকে জয় করবার স্বপ্ন বুনছিলাম । মানুষের জীবনে পাহাড়ের চূড়া আরোহন করা সকলে কম বেশী স্বপ্ন থাকেই।তেমনি আমার স্বপ্ন পামসের ওই চূড়ায় উড়াবো আমার জয়ের পতাকা....! অনুভব করছিলাম তার হাতছানির... আর মনে হচ্ছে সে কিছু বলতে চাইছে আমায় ডাকছে আমায় আমন্ত্রণ জানাচ্ছে সে।
পামসে সিন্চুলা রেঞ্জের সর্বোচ্চ চূড়া যাকে অনেকে আবার ন্যাড়া পিক্ বলে জানে।
এখনো পর্যন্ত সঠিক কতজন সেখানে পৌঁছাতে পেরেছে তা আমার অজানা কিন্তু যেদিন থেকে আমার খুব কাছের একজন শ্রদ্ধেয় জীবন কৃষ্ণ রায় স্যার উনার পামসে চূড়া আরোহন ও সাফল্যের সকল কাহিনী শুনিয়েছেন সেদিন থেকে এই চূড়াকে জয় করবার অভিলাষা জন্মেছে হৃদয়ে । প্রত্যেক দিন সকালে যখন আমার লক্ষ্যকে দেখি ততটাই তাকে জয় করবার বাস্তবতা ও প্রতিজ্ঞা আরো দৃঢ় হয় হৃদয়ে।
পাহাড় মানুষের জীবনের সাথে প্রত্যক্ষ ভাবেই জড়িয়ে আছে যুগ যুগ ধরে।যাকে ঘিরে রয়েছে বহু রহস্য, গল্প ও নানান রোমাঞ্চকর কাহিনী।
যে দিন এই সাফল্যের দিকে এগোবে আমার পা, সেদিন হয়তো আমন্ত্রণ জানাবে পাহাড়ি গুল্মলতা আর সাদা মেঘের স্পর্শে শিহরিত হয়ে উঠবে দেহ আর হিমেল বাতাস যোগাবে আমার দৈহিক ইন্ধন। অজানা পাহাড়ি পাকদন্ডি ধরে চলতে থাকা একপাহাড় থেকে অন্য পাহাড়ে! আর হৃদয়ে বছর ধরে জমে থাকা ও রোজানা অনুভবে গেঁথে থাকা স্বপ্ন গুলি বিস্তারিত কাহিনী শুনাবো তাদের মাঝে। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে তার কোলেই মাথা রেখে ঘুমাবো ঘন্টার পর ঘন্টা। সেদিন হয়তো আবেগে ভেসে উঠবে হৃদয়....! শরীরের ক্লান্তি ও হতাশাকে ডিঙিয়ে দিয়ে হৃদয় ভরে অনুভব করব আর চোখের পাতা বন্ধ হলেও জেগে থাকব রাত- ভোর ধরে.....!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴