পলাশের জলতরঙ্গ
পলাশের জলতরঙ্গ
পার্থ বন্দ্যোপাধ্যায়
-----------------------
নীল আকাশে উড়ে যায় ঝাঁকে ঝাঁকে বসন্তবৌরী
ঠিকানা বদলে দলে দলে ওরা কোথায় চলছে তা ঠিক বলতে পারি নে।
পাগল বসন্ত যেন শুধুই স্তব্ধতা গ্রাস করে।
লাল বসন্তের সারেঙ্গীতে বেজে ওঠে পলাশের জলতরঙ্গ
রঙের বাহারে খুব সেজেছে রাধাচূড়ার গাছটা
পাগল হাওয়া কড়া নেড়ে যায় দুয়ারে দুয়ারে
এ যেন শুধুই মন খারাপের বাতাস
এ তল্লাটের আনাচে কানাচে পথে প্রান্তরে
দূরে কোথাও বেজে ওঠে নীল দিগন্তের টুকরো টুকরো রবিগান।
যেখানে আলো নেই ? শুধুই আঁধার ?
সেখানেও আবির মাখা মেঘ
দৃষ্টিবাণ নিক্ষেপ করে অবিরত
কারো অস্ফুট কান্না বাজে বুকের গভীরে
হে ঈশ্বর, তুমি তাকে ভালো রেখো।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴