পরের জন্মে
পরের জন্মে
চন্দ্রানী চৌধুরী
------------------
পরের জন্মে কোপাই নদীর তীরে বাঁধব ঘর
পলাশ রঙে মন মিশিয়ে গা ভাসাব বসন্ত উৎসবে
গায়ে মেখে নেব লাল মাটির গন্ধ
হলুদ রঙা সোনাঝুড়িতে
ধামসা মাদলের তালে পা মিলিয়ে
নেচে উঠব আনন্দের নেশায়
রোদ্দুর উঁকি দেবে গাছের আড়াল থেকে
ঝরা পাতাদের মর্মরধ্বনি শুনতে শুনতে
সবুজ ঘাসের গালিচায় নরম আদর মেখে নেব
একতারা হাতে উদাসী বাউলের গান শুনতে শুনতে
মেঠো পথ ধরে হারিয়ে যাব দিগন্তে
জ্যোৎস্না রাতে মন কেমনের গল্প শোনাবে
ঝরা পাতাদের দল
বাতাসে উড়ে বেড়াবে কবিতারা
রবি ঠাকুরের দেশে ছাতিম তলায় বসে শুনব
‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে’
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴