পরিযায়ী/ভুবন সরকার
পরিযায়ী
ভুবন সরকার
কত সহজেই বদলে যায় জীবনের মানচিত্র
বদলে যায় একান্ত চেনা জনপদ, মানু্ষ
বদলে যায় সযত্নে লালিত ইচ্ছে মেঘের রঙ
নিমিত্তের দায় নিয়ে মাইল মাইল পাহাড় ভাঙি
সম্ভাবনা শব্দটি থেকে যায় নিছক কথার কথা হয়ে।
পাশা খেলায় যশস্বী শকুনির হাতে ভোটের পাশা
পান্ডবরা বনবাসে গিয়েছিল আমাদের পরবাস
বাস বদলে বদলেই অজ্ঞাতবাসী হই প্রতিদিন
ঠিকানা বিহীন পরিযায়ী পাখির ঠোঁটে
ছিঁড়ে খাই উপাস্য রুটির চাঁদ।
তোমরা খুঁজবে না আমাদের কোনদিন
কিছু নেই আর অবশিষ্ট আমাদের কাছে
মায়ের ঘষাটে কাঁচের মত চোখে জল নেই
অপুষ্টির দহনে শুধু মৃতবৎসা প্রেয়সির আশায়
জড়ায়ু জঠরে ঘুমায় প্রত্যাশার রক্তপিন্ড।
বরং মহাকাশের গ্রহাণুপুঞ্জে কর তোলপাড়
সম্ভাবনার ঘুমন্ত দৈত্যটাকে জাগিয়ে দাও
সম্পদ আর শোর্যের একছত্র আধিপত্যে
কায়েম করো একনায়কত্ব বিশ্ব সভায়, আর আমরা
ঝান্ডার বাঁশের দন্ড ভরে উঠে দাঁড়াবার কসরৎ করি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴