সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
28-May,2023 - Sunday ✍️ By- সুকান্ত সরকার 367

পদ প্রান্তে রাখো/সুকান্ত সরকার

পদ প্রান্তে রাখো
সুকান্ত সরকার

চিরসখা হে,                                                                    
দিন কয়েক আগে তোমাকে পাঠানো প্রথম চিঠি পেয়েছিলে ত! আসলে আমি ধরেই নিয়েছিলাম সেই রুক্ষ ল্যাটেরাইটের বন্ধুর মাটিতে তোমার বানানো ‘বিশ্বভারতী’তে  না জোড়াসাঁকোর বাড়িতে কোথায় তোমার চিঠিখানা পৌঁছাল!
আসলে কবি’ তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু কোলাহল’! গঙ্গা জলে গঙ্গা পূজা সেই কবে থেকে করছি! …’ অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে/কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে। সেকি তোমার মনে আছে তাই শুধোতে এলাম কাছে’…
আসলে তোমাকে আমরা প্রতিদিন সেভাবে মনে রাখি, এটা বলাটা খানিকটা বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু আমাদের যাপনের বিভিন্ন সময়ে তুমি আমাদের হয়ে উঠো নিজের সৃষ্টির গুণে। তাই আষাঢ়ের নবীন মেঘ দেখলে আমাদের যেমন কালিদাসের মেঘদূত মনে  পড়ে , তেমনি ঘন মেঘমালা মনে করিয়ে দেয়—
সে দিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে, এমনি বারি ঝরেছিল শ্যামলশৈলশিরে।’…তখন তুমি আর কালিদাস কোথায় মিলেমিশে একাকার হয়ে যাও!
আবার ধরো তিনধারিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কোলাহলের মাঝে হঠাৎ মনে পড়ে যায়, এখানে বসেই তো তোমার সেই আশ্চর্য সৃষ্টি, ‘চিত্ত আমার হারালো আজ’…এখনকার সেলফির যুগে, ট্যুরিস্টদের ভিড়ে আজকে কী পাড়তে তুমি এই উপলব্ধি করতে! তোমার মনসংযোগে কী চিঁড় ধরত না!
তুমি যেখানেই আছ, বেশ আছ কিন্তু। তোমার গান, কবিতা, উপন্যাস, গল্প,  প্রবন্ধের মধ্যেই তোমাকে শুধু খুঁজে বেড়াই।
ভালো থেকো। খুব শিগগিরি না হলেও, আবার তোমাকে লিখতে হবে জানি। ততদিন, ‘পদ প্রান্তে রাখো সেবকে’…
                                                                                         তোমারই…

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri