সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
08-January,2023 - Sunday ✍️ By- মিঠু ঘোষ 181

পথের অভিসার

পথের অভিসার
মিঠু ঘোষ
-----------------------

সেদিন বেরিয়ে ছিলাম বড় দিনের বিকেলে, পথ ধরে চলছি আমরা তিনজন বিটপির সারি ধরে। কথা বলতে বলতে খানিকটা পথ গিয়ে কেন যেন থমকে গেল সব শব্দ, এক নিমেষের জন্য আমার হৃদস্পন্দন যেন স্তিমিত হয়ে গেল বুঝতে পারিনি প্রথমটায় ----
শুনতে পাচ্ছিলাম কিসের ডাক, তাকিয়ে দেখি কোথাও কেউ নেই সব মনের ভুল কে ডাকছে সেটাও যেন ঠাওর করতে পারিনি, শুধু মনপ্রাণ শুনতে পাচ্ছিল সেই ডাক।
ওরা আমায় জিজ্ঞেস করেছিল থেমে যাবার কারণ, আমি কোনো উত্তর দিতে পারিনি, অবশ্য চেষ্টাও করিনি, বড় বেদনায় আমার অশ্রু ভারাক্রান্ত কণ্ঠস্বর যেন স্বর বন্ধ করে দিয়েছে। বাক রুদ্ধতায় আমি কি যেন চাইছি...
পিপাসার্ত মনের ভেতর দমবন্ধ লাগছে সব, মনে হচ্ছে চারিদিকে শুধু ধোঁয়াশা আর বিবর্ণ গাছেরা, এত সুন্দর সবুজের মাঝে আমার কেন ফিকে লাগছে বুঝতেই পারিনি!

তবে যে পথ আমায় বারবার টানে সে পথে যে আমি নিশ্চিত এবার যেতে চলেছি বুঝে গেছি।
সেই আমাদের উত্তরবঙ্গের সুইজারল্যান্ড " প্যারেন"
প্যারেনের ঢাল বেয়ে উঠে চলেছি। যেন আমার গত জন্মের কথা মনে পড়ছে, সত্যিই কি আমি, সত্যিই কি আমি জাতিস্মর ছিলাম। তারপর যখন সেই গাছটিতে হাত দিয়েছি চোখে পড়েছি খোদাই করা নামের অক্ষর, তাই তো এসেছিলাম গত জানুয়ারিতে এই পথই আমার স্বপ্নের ঘোরে আসে, এই পথ তো আমার অন্তরঙ্গতায় ছুঁয়ে গেছে অভিসারের বেশে।

সে যে ছিল প্রাণ খোলা হৃদয়ের মানুষ একজন, শুধু কবিতা লিখত প্রাণ ভরে প্রকৃতি নিয়ে। কিন্তু জানি না কোন অজানা ইঙ্গিতে সে চলে গেল, বুঝতে পারিনি তবে স্মৃতি তো আর বেরিয়ে যেতে পারে না, সে যেন শিরা ধমনীর রক্তবাহী নালিকার মতো সারা দিনরাত কাজ করতে থাকে অন্তরের মণিকোঠায়, পারিনি কিছুতেই এই পথের ডাক ভুলতে। আর কি ভাবেই বা পারব এ যেন আমাদের মিলনের পথ....
তাই তো এই পথ রোজ আমার স্বপ্নে আসে।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri