পড়ে যা বুঝেছি/শ্যামলী সেনগুপ্ত
পড়ে যা বুঝেছি
শ্যামলী সেনগুপ্ত
পড়া হলে যেসব ভাবনা মনের ক্যানভাসে নীরব লাইন টানে,কখনো সরল,কখনো স্রোতস্বীনী ঝোরা।তার থেকে এক-দুটি লাইন অথবা মাটির ছোট্ট ঘটি ভরে ক্রিস্টাল পানি সহজ উঠোনে রেখে যাই ...
পাপবিদ্ধ প্রেমের কবিতা
============
হালকা মলাট খুলতেই বেরিয়ে আসে ওজনদার সুঘ্রাণ!প্রেম মানেই কচি দুই মানুষ আর মানুষীর সহবৎ ভোলা সঙ্গম নয়, এই কথা বুঝিয়ে দিলেন কবি পৃষ্ঠায় পৃষ্ঠায়। প্রেম একটি সহজবোধ্য ব্যাপার নয় মোটেই। তাই তো সে গ্ল্যামারাস। সে অকপট ছমকছল্লু, সে আড়ে আড়ে কথা বোনে কত!সে কখনো মোকে ছেড়ে পিতার
সুজনি খোঁজে পেকেওঠা ওমটুকু ঢেলে দেবে বলে।নহবৎ
থামলে তাই পাপবিদ্ধ রাত জমে ওঠে।কৈশোর মুক্তি খোঁজে নিউজপ্রিন্টে ল্যাপটানো ডায়না পামারে।হে পামর!ভূগোল দিদিমণির দিকে চেয়ে চেয়ে খণি-খন্দ খোঁজো, সপ্তম অষ্টম শ্রেণী।সুউচ্চ চূড়ার নাম ভুলে কীসব লিখে আসো ফিল-ইন-দ্য-ব্ল্যাঙ্কসে নীল কালি দিয়ে।ক্রমশ বালক হয়ে উঠতে উঠতে অন্তরাত্মা জেনে যায় পিতার খোলস ফুঁড়ে কখনো কখনো ছাড়া পায় দায়হীন বিশুদ্ধ প্রেমিক।সে ফেলে এসেছে সেই কাল,যখন দুদু খাওয়ানো মুনিয়াদির দিকে তাকাতে নেই বলে জেনে যাওয়া পেয়ারি apple...শয়তান প্রেম!অপাপবিদ্ধ হতে নেই তাই।
চণ্ডাল প্রেম সিরিজ--৬
===========
রাজেশ্বরী সে।তার প্রেম আস্ত একখান ডুয়ার্স।তাই তো সে জানে কখন চ্যাংমারির গায়ে ভগতপুর এসে পড়বে।সে নাক তুলে শুষে নেয় রেডব্যাঙ্ক বাগিচা থেকে উঠে আসা চা-ফুলের বড়ার সুঘ্রাণ।সুখানিবস্তি,
কোদালবস্তির ভূগোল এলোমেলো করে আলপথ ধরে হেঁটে যায়,পায়ে পায়ে।কবির লেখনি সেই দুটি পায়ের কাছে সাম্রাজ্য খোঁজে।আর কবি...নিমতি মোড় থেকে মোরাঘাট পর্যন্ত যে দূরত্ব, তাকে চার ভাঁজ করে বুকপকেটে রেখে দেন।যেন সবটুকুই তাঁর!তাঁর জমিনদারি জুড়ে শালুক আর পদ্ম।চাঁদ সীমানায় তাঁর পদ্মবাড়ি।
'তোমার বুকে শঙ্খ আছে বুঝি?
শাঁখ বেজে যাক আমার পুরুষ ঠোঁটে...'
কবির প্রেম রাজেশ্বরী।কবির ডুয়ার্স দেখে ক্যানভাস জুড়ে কাঞ্চনজঙ্ঘা।সে উত্তরের আকাশকে ঢেকে দিলে কবি ভোরের আলাপ ধরেন।কণ্ঠের আকুতি বলে ওঠে,
'মুক্তির পথ একটা বড় সড়কের মতো
দুটো বাঁক নেবার পর দেখবে পেছনে কেউ নেই।'
আসলে তো কেউ থাকে না।কেউ আছে বলেই ডুয়ার্সের কাছে যেতে হয়।জংলা শাড়ির কুঁচি জুড়ে পাহাড়ি ঝোরার হীরককুচি।বুনো বাইসনও এই আঁচলে নম্র হয়ে ওঠে।এখানে এলে নগরকে সহবৎ শিখতে হয়।এ যে কবির রাজেশ্বরীর রাজপাট!
উপরের দুটি বই এক ফর্মার।প্রায় চৌদ্দ পৃষ্ঠা জুড়ে প্রেমের নানান দ্যুতি!চণ্ডাল বুকসের এই উদ্যোগ
প্রশংসনীয়।
প্রথম বইটি : পাপবিদ্ধ প্রেমের কবিতা
কবি : কৌশিক জোয়ারদার
মূল্য ₹৫০/-
দ্বিতীয় বইটি : প্রেমের কবিতা
কবি : অমিত কুমার দে
মূল্য : ₹৫০/-
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴