পড়ে পাওয়া/মনীষিতা নন্দী
মেয়েটা ভারি একলা থাকে, নিজের ভেতর নিজে,
গুটিয়ে সুতো মনের ঘুড়ির, রঙ বদলের সাজে।
প্রেম ফেলে যায় খেলনা ভেবে, ধুলোর সুরে তানে,
পিছন ফিরে দেখতে মানা, নতুন খেলার স্নানে।
দম্ভ-দিনের ভেলায় মাতে, প্রত্যাশা - সুখ - ঝড়,
শ্রেষ্ঠ আমার 'আমি'র ছবিই, নিত্য মুখর স্বর।
অন্ধ অহং ভরায় রাতের, বিষাদ - ব্যথা - গান,
বিদ্ধ করে মৌনতা আর খেলনা ধুলোর প্রাণ।
মলিন দুঃখ, ধুলোর রাশি, যত্নে ধুয়ে মেজে,
খেলনাখানি কুড়িয়ে রাখি, বুকের মাঝে সেজে।
তীব্র - ভীষণ প্রশ্ন ঝড়ে, বন্ধুর শীৎকার,
আবহ মান হিংসাবিষে, কেবল হাহাকার।
পলে পলে হারাই হারাই, ভয়ের ভিতর মন,
সন্দেহ - সুর আদর ঢেলে, সাজাই ধুলোর ধন।
শঙ্কা শরে দগ্ধ তবু, খেলনা মনের কোণে,
চোখের জলে ভেসেও বাঁশির ভালোবাসার গানে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴