নৈঃশব্দ্য/পার্থ বন্দ্যোপাধ্যায়
নৈঃশব্দ্য
পার্থ বন্দ্যোপাধ্যায়
রাজনীতির নেশায় বুদ গোটা সমাজ,
নৈঃশব্দ্য ছুঁয়েছে আকাশ
কারা যেন স্কুল কলেজ অফিস আদালতে ছুটির ঘন্টা বাজিয়ে দিয়েছে
মিড ডে মিলের প্রহর গোনা কিশোরের পেটে কলম আঁচড় কেটে যায়।
বুলেট ট্রেনের গল্পে তুফান ছোটে মোড়ের চায়ের দোকানে
শালকুমারের পাতকুয়ো থেকে হলুদ পানীয়জল
এ ড্রাম ও ড্রাম হাতবদল হয়ে কারো মাটির দাওয়ায়
ইনস্টায় ছবি পোস্ট, রিল বানিয়ে ফেসবুক পোস্ট
নিমেষে সব অন্ধকার
কাঞ্চনজঙ্ঘা ট্রেনের জানলায় শিশুকন্যার অবাক বিস্ময়
রাঙাপানির রেল বস্তি থেকে ভাতের গন্ধ ভেসে আসে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴