নীল শাড়িতে সাজব বলে
নীল শাড়িতে সাজব বলে
ভাস্বতী রায়
---------------------------------
সেই নীল শাড়িটা পরার জন্যই
আমি হাজার বছর বাঁচতে চাই।
কচুপাতায় জমে থাকা জলকে
ছুঁয়ে দেবার নেশায়
আমি হাজার বছর বাঁচতে চাই।
খালি পায়ে সবুজ ঘাসে
হেঁটে বেড়ানোর আনন্দে
আমি হাজার বছর বাঁচতে চাই।
দিঘির কালো জলে
ফুটে থাকা কচুরিপানাকে দেখতেই
আমি হাজার বছর বাঁচতে চাই।
তোমায় লাল পাঞ্জাবীতে দেখব বলেই
আমি হাজার বছর বাঁচতে চাই।
বসন্ত তার পলাশ ফুলে
আমার এলো চুল সাজাবে বলেই
আমি হাজার বছর বাঁচতে চাই।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴