নিখোঁজ মেয়েটি/সাগরিকা কর্মকার
নিখোঁজ মেয়েটি
সাগরিকা কর্মকার
স্কুল থেকে বাড়ি ফেরার পথেই মেয়েটি নিখোঁজ
সারারাত তন্ন তন্ন করে খুঁজেও
উদ্ধার করা যায়নি
তারপর পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি।
পরদিন নদীর ধারে কাশবনে একটি ছিন্নভিন্ন দেহ
উপুড় হয়ে পড়ে আছে
হয়ত বাঘের থাবা থেকে ছোট্ট মেয়েটি
নিজেকে বাঁচাতে পারেনি !
সোশ্যাল মিডিয়ায় নতুন খবর !
তবে বেঁচে থাকলে অনেক প্রশ্ন করা যেত
একটা বড় সুযোগ ! এ ওর ঘাড়ে
দোষ চাপিয়ে দিতে পারলেই হল!
ভাঙা বাড়ির সামনে সমবেদনা দিতে
দামী দামী গাড়ির ভিড়
গলিটা বড্ড সরু ; কাঁচা নর্দমার জন্যে
নাকে রুমাল দিতেই হয়েছিল
কেউ ভাবল না
একটা দিগন্তব্যাপি নর্দমার সামনে দাঁড়িয়ে সময়
প্রতিবাদহীন নিরক্ত কলম এখন শুধু উল্লাস লেখে!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴