নতুন বাড়ি/শ্রাবণী সেন
নতুন বাড়ি
শ্রাবণী সেন
এই তো সেদিন ছিল কেমন সবুজ সবুজ মাঠ
কদিন আগে কারা যেন কাটতে এল কাঠ
কোথায় ছিল কাঠ এখানে? কাটঠোকরার বাড়ি?
মাঠের ধারে বড় বড় ছিল গাছের সারি।
ও মা, দেখি জানলা দিয়ে মানুষ জনে ঠাসা
মাঠ নয়, এ ওদের জমি তাই তো গড়ে বাসা।
সন্ধে হল ফিরল মানুষ, থাকে বহু দূর
সেই সুযোগে বেড়ায় আবার ময়ূরী ময়ূর!
বারান্দাতে এসে দেখি গড়ায় নিমের গুঁড়ি
ওখানেই তো বাসা কাঠবিড়ালি সুন্দরীর!
ছয়টি মাসে কয়েক তলা বাড়ি হল গাঁথা
কাদের বাড়ি! ইঁট পাথরে নতুন রূপকথা!
মানুষ পেল নতুন বাড়ি দারুণ খুশি তাই
ময়ূরী আর আসে না তো! পাখির বাসাও নাই।
আলো ঝলমল করবে এবার নতুন মানুষ বাড়ি
কাঠঠোকরা, ময়ূর, তোতা করল নাহয় আড়ি!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴