ধর্মতলায় মৃত্যু/মনোজ পাইন
ধর্মতলায় মৃত্যু
মনোজ পাইন
অনেক দিন পর লাল হলুদ রোদ পড়েছে
ধর্মতলায়, একদল ছেলে মেয়ে
যারা পাহাড়ি চিতার মতো অকুতোভয়
ধর্মতলায়, তাদের গায়ে
লাল হলুদ রোদ! ধৈর্যশীলের দেশে
তারা কি ক্রোধের জন্ম দেবে?
পাশ কাটিয়ে অদূরেই পড়ে আছে
এক পাতা ভর্তি কবিতার খাতা
তার উল্টো পিঠে লাভের সরল সূত্র!
জানি না কবে শীতঘুম শেষ হবে আমাদের দেশে,
কবে জেগে উঠব আমরা তরুণের গানে?
ওদের গানে কোন দৈব অভিশাপ নেই তো?
ঐ যে লাল হলুদ রোদ পড়েছে
ওই রোদ আমার বহুদিনকার চেনা,
ঠিক ডেকে আনবে নিদারুণ গ্রীষ্মকে!
সেদিন যদি আমাদের সুখের নীড় লণ্ডভণ্ড করে,
আমরা কি দোষ মাখব গায়ে?
জানি কুকুরের মতো ঘেউঘেউ করা ছাড়া
আমার আত্মার কোনো পরিত্রাণের পথ নেই
শীতেকালে কবিতা লেখাও ছেনালিপনা,
গাছের ছালে বল্কলে মুখ ঢেকেছি কবে
তবুও ঘুমের ভেতরে শুনি, কারুবাসনা কাঁদে
নিজেকে নিজের হন্তারক ভাবে, আর কাঁদে!
ওই যে লাল হলুদ রোদ ধর্মতলায়
ও আমাকে ইশ্বর ভাবে, হাত ধরতে চায়
অথচ আমি মৃত বলে
কোনোভাবেই পথে নামছি না
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴