দেখা
দেখা
চন্দ্রানী চৌধুরী
==========
পৌলমী আজ অফিস থেকে ছুটি নিয়েছে। মামনিকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে গাড়ি ভাড়া করে সোজা ঘরে পৌঁছে প্রেসক্রিপশন নিয়ে বসে গেল ও। কখন কোন্ ওষুধ খেতে হবে সব বুঝিয়ে দিল অপর্ণাকে। যাবার সময় বারবার করে বলে গেল - "ওষুধগুলো সময় মতো খেয়ো কিন্তু মামনি।” অপর্ণা পৌলমীর মায়াবী চোখদুটোর দিকে অপলক তাকিয়ে রইল। কোন কথা বলতে পারে না। মেয়েটা সেই যে চার বছর আগে নিজে নিজেই তাকে মামনি ডেকে তার সব ভালো মন্দের দায়িত্ব নিয়েছিল একদিনও তার অন্যথা হয়নি।
পৌলমী "আবার কাল আসব" বলে বেরিয়ে যেতেই দেওয়ালে ঝোলানো পিউ-এর ফোটোর দিকে তাকিয়ে চোখ জলে ভরে গেল তার।
স্কুটি নিয়ে অফিস আসার পথে মারাত্মক অ্যাক্সিডেন্টে চোখদুটো নষ্ট হয়ে পৌলমীর জীবনে যে অন্ধকার নেমে এসেছিল, পিউ-এর দানকরা চোখে আবার তা আলোয় ঝলমলে হয়ে উঠেছে।
এই তো সেদিনের কথা অ্যাক্সিডেন্টে সাংঘাতিক চোট পেয়ে তার বাবা হারা একমাত্র মেয়ে পিউ যখন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে, তখন সে মাকে শেষ আর্তি জানিয়েছিল "মা, আমার এই চোখ দিয়ে তোমাকে সারাজীবন দেখতে চাই"।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴