দুটি তুলসী পাতা চোখ/সুদীপা দেব
"কাল থেকে ফুটবে না আর লতার বুকে মঞ্জরী
উঠছে পাতায় পাতায় কাহার করুন নিঃশ্বাস মর্মরি"
আপনি চোখের সামনে নেই ঠিকই তবে আরো অনেক বেশি বেশি আছেন আমাদের মনের মাঝে, বুকের গভীরে। মাঝে মাঝে মনে হয় অনিন্দ্যদা, আপনার সাথে দেখা না হলেই ভালো হত, কথা না হলেও ভালো হত। তাহলে তো একথা লিখতে চোখ ঝাপসা হয়ে উঠত না....
দুটি তুলসী পাতা চোখ
সুদীপা দেব
সকালটা ঠিক উজ্জ্বল সকালের মতো ছিল না
খামখেয়ালি বাতাসের কানাকানি ছিল ভীষণ ভারী
কোন অছিলায় যে অবিরাম খসে পড়ছে
পর্ণমোচির লালচে হলুদ পাতা....
প্রিয় তাতাসি নদী, বাগানের চা-পাতা গাছ সবাইকে অগোচরে রেখে
তৎকালীন টিকিট কাটাই ছিল বুক পকেটের ভাঁজে।
ট্রেনে চেপে বসেছ হঠাৎ
কোন এক শীতের সন্ধ্যায়
যাত্রী আরো কত, প্ল্যাটফর্মে প্ৰতীক্ষায়
অনন্ত দূরপাল্লার ট্রেন,
ক্রমেই সরে সরে যায়
অসীম নক্ষত্রলোকের কোন পাড়ে
অথবা আরো আরো দূরে!
মলিন ধুলো জঞ্জাল সরিয়ে
এই মাটিতে বীজতলা রেখে দিলে নিভৃতে
নিতান্ত এক সৎ কৃষকের মতো।
তারপর, তারপর ঘড়ির কাঁটা টিক টিক টিক....
পাথরেরও বুক চুঁইয়ে জল আসে,
ভালো থেকো অচেনা অলীক
চির নির্লিপ্তির দেশে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴