দুই জন/শ্রাবণী সেন
দুই জন
শ্রাবণী সেন
খোলা আকাশটা অবাক তাকিয়ে আছে
গোধূলি চাদর কুয়াশার রঙে বোনা
কৃষ্ণা তৃতীয়া হিম হিম ঝরা রাতে
চাঁদের আলোয় দুইজন আনমনা।
ওই দুইজন জেগে আছে নির্জনে
কোজাগরী রাত পার হয়ে গেল যদি
দুই হাত দূরে দুইটি মানুষ বসে
গুনতি পায় না নি:শব্দে চলা নদী।
ওই নদীটির কুলকুল ধারা জলে
একদিন ওরা দুইজনে পাশাপাশি
আজও যদিও কাছাকাছি ওরা বসে
আজকে ওদের ভিন্ন কান্না হাসি।
আজ বুঝি ওরা এসেছে মুক্তি দিতে
কিম্বা নিজের মুক্তি পাওয়ার আশ
বন্ধনহীন বাঁধন খুলতে চাওয়া
মুক্ত হওয়ার আশায় দীর্ঘশ্বাস।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴