সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
07-April,2024 - Sunday ✍️ By- নূপুর রায় 353

দু'মাস দু'মাস লিভ ইন/নূপুর রায়

দু'মাস দু'মাস লিভ ইন
নূপুর রায়

প্রিয় নতুন,  
               অনেক অনেক দিন তোমার খোঁজ নেওয়া হয়নি। কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো আছো? ও হো! দিন দশ আগে ফাগুনের সাথে দেখা হয়েছিল দোল উৎসবে। ওর কাছেই শুনলাম তুমি নাকি বসন্তর সাথে লিভ ইন এ আছো? এভাবে দু'মাস দু"মাস করে লিভ ইন করে ছ'জনের সাথে সহবাস তোমার আর তুমি চিরকাল নতুন নতুনই রয়ে যাবে। তোমার ভাগ্য সত্যিই ঈর্ষা করার মতো। তা বেশ, তা বেশ! 
               এই তো আবার বছরের প্রথমদিন পয়লা বৈশাখ! দোকানে মন্দিরে  চলবে পুজোপাঠ। নতুন খাতায় হিসেব লেখা, নাম তাঁর "হালখাতা"। সামর্থ্য অনুযায়ী গায়ে চড়বে নতুন নতুন জামাকাপড়। তুমি আবার নতুন বছরে নতুনের সাথে করবে সহবাস!
দেখো তুমি কেমন তরতরিয়ে এগিয়ে যাচ্ছ আর আমাকে দেখ সেই পুরাতন ভৃত্যের মতো এক'ই জায়গায়  দাঁড়িয়ে আছি, নট নড়নচড়ন! 
              যাক এসব কথা বন্ধু। তুমি ভালো থাকলেই আমরাও ভালো থাকব।
নতুন বছরের আগমনে বাঙলার প্রতি ঘরের ছেলেমেয়েরা দুধেভাতে থাক। সকলের জন্য অন্ন বস্ত্র বাসস্থানের যোগান হোক্। সকলে সুস্থ ও সুন্দর থাক এই কামনা করি। প্রকৃতিও সেজে উঠুক নতুন করে। পূজ্যপদে আমার প্রণাম ও ছোটোদের আমার আগমনী বৈশাখী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। 
                                 ইতি
                                  তোমার বন্ধু চৈতি 

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri