দিতে চাই/পাঞ্চালী দাশ
দিতে চাই
পাঞ্চালী দাশ
তোকে দিতে চাই অনেক স্বপ্ন
সাগরের গভীরতা,
তোকে দিতে চাই রূপালী চাঁদের
অমলিন নীরবতা,,,
তোকে দিতে চাই বুক খালি করা
ভালোবাসা আর সুখ
দিতে চাই তোকে শান্তির নীড়ে
উজ্জ্বল হাসি মুখ,,,
তোকে দিতে চাই জলভরা মেঘ
বাতাসের ব্যাকুলতা
উজারিত হাতে দিতে চাই তোকে
অনেক মাধবীলতা,,,
তোকে দিতে চাই মেঠো ধানক্ষেতে
তরঙ্গে হাসা ঢেউ
তোকে দিতে চাই কোনোদিন যেটা
দেয় নি প্রিয়কে কেউ,,
দিতে চাই আমি হাতটা বাড়িয়ে
আমাকেই যেই তোকে
চমকিত দেখি নেই কেউ পাশে
দু' নয়ন ভাসে শোকে,,,
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴