দহন দিলে সাথে দিতে হয় প্রেম/সুদীপ্ত সেনগুপ্ত
দহন দিলে সাথে দিতে হয় প্রেম
সুদীপ্ত সেনগুপ্ত
অনেক তো পোড়ালে, প্লিজ এবার থামো!
দহন দিলে, সাথে দিতে হয় প্রেমও।
তুমি সত্যিই কি জানো,
আমাকে কতটা দগ্ধ করেছ!
গাঢ় গ্রীষ্মের মধ্য গগনে সূর্যের দিকে তাকাও,
জ্বলন্ত সহজিয়া মরা কাঠের দিকে চেয়ে দ্যাখো একবার,
প্রখর তপন তাপে মিশ কালো
পিচ রাস্তার ওই দূরে..
আমি কতটা দগ্ধক্লিষ্ট!
যে প্রেম একে দিয়েছিলে চোখে
যে স্নিগ্ধ চাউনি ছিলো আঁখি পল্লবের তারায় তারায়,
এত সহজে সেই চোখের ভাব মুছে ফেলো!
দিনের শুরুর আগেই মায়াবী গোধূলির অলসতা।
মায়া যে ছড়ায়,
সে কি বোঝে
বোবা প্রেমিকও কথা বলতে চায়,
শব্দ না হলেও কথা বলা যায় নিশিথের অন্ধকারে।
ভেবে দেখো কত কাল তুমি নেই
তোমার মতো করে;
অন্যভাবে অন্যরূপে আছো সমাজের নিয়ম মেনে।
হও তুমি সামাজিক, তোমার মতোন... কিন্ত প্রেম বিলাবার আগে একবার ভেবো,
অচেতন মনে সেটা ছিল না কি
স্বার্থপরতা!
দহন দিলে সাথে দিতে হয় প্রেম।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴