তোমার দৃষ্টি হৃদয়ে লাগে/চিত্রা পাল
তোমার দৃষ্টি হৃদয়ে লাগে
চিত্রা পাল
দৃষ্টি তো চোখের, যা দিয়ে আমরা বাস্তবকে দেখি, সে কেমন করে হৃদয়ে লাগবে, সাধারণভাবে তাই ভাবি, কিন্তু না, তা ঠিক নয়। ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, তাই,হে বিশ্বকবি তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। সে দৃষ্টি আমার কাছে কেন সবার কাছেই আসে তোমার গানে। রবীন্দ্রনাথের গান যেন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত এক অমোঘ সত্য। অনেক গান তিনি উপহার দিয়েছেন আমাদের। তা প্রায় হাজার দুয়েকের কাছাকাছি। তাঁর বিচিত্র ও অজস্র রচনার মধ্যে সবচেয়ে অতুলনীয় , সবচেয়ে স্থায়ী তাঁর গান। পৃথিবীর আর কোন কবি বোধ হয় এত গান রচনা করেননি। আমাদের সংগীত এমনিতেই এক অনির্বচনীয় ভাবে ভরা। তাতে আরও গাঢ়তা দিয়েছে তাঁর রচিত গান।তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, গানের সঙ্গে মন যে ভাবে আপ্লুত হয়, তেমন ওই আসনতলের মাটির পরে লুটিয়ে রব যেন নিবেদনের ডালি সাজায়। শিশুকালে প্রাণের আনন্দে গেয়েছিলাম আমরা সবাই রাজা। গান গাওয়ার সাথে আনন্দের রাজকীয় উচ্ছ্বাসে ভরে যেতো মনপ্রাণ। খেলতে খেলতেই এই গান গাওয়া আরও উদ্যম যোগাতো।স্বাধীনতা দিবসে সব বন্ধুদের সাথে প্রাণখুলে গেয়েছি, ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা। তখন কিছু বোঝার মতো না হলেও আমার দেশ আমাদের এই কথাটা কেমন করে যেন বোধে আসা যাওয়া করতো। আবার শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকীর ওই ডালে ডালে, গানের সঙ্গে একটা ছবি আঁকা হয়ে যেত ।
আমাদের বড়ো বড়ো রাগরাগিনী বেষ্টিত সঙ্গীতকে দূর থেকে দেখি। কিন্তু যখন আমরা গাই আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে। তখন রাগের গভীরতার সঙ্গে বাণীর সাযুজ্য আমাদের আরও এক অন্য অনুভূতির জন্ম দেয়। রবীন্দ্রসংগীতে আমরা পেয়েছি কাব্যের চোখ ধাঁধানো রূপ, হিসেব হারানো ঐশ্বর্য প্রাণ কাড়ানো ভাব।তাঁর গানে প্রেম উচ্চকিত দেশপ্রেম ভক্তি সব আছে,কিন্তু সবচেয়ে সহজে তাঁকে পাই মনে হয় প্রকৃতিঅঙ্কনে। এক বিদ্যুত্বিহীন পূর্ণিমা সন্ধ্যা। পুব গগনে সোনার থালার মতো চন্দ্রোদয়। চারদিকে জ্যোত্স্নার প্লাবন। সেই প্লাবনে অকস্যাত্ শ্রবণ ইন্দ্রিয়ে ভেসে এল গান, সমুখ-আকাশে চরাচরলোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে, আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ মাগে।। সেই চরাচর ভরা আলোককে সে সময় যেন মনে হয়েছিল তোমার দৃষ্টি,যে দৃষ্টি আমার, আমাদের হৃদয়ে লাগে। ভুবন ছাপিয়ে জীবন ঝাঁপিয়ে অন্তর স্পর্শ করে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴