তোমার জন্য একা হই/পার্থ সারথি চক্রবর্তী
তোমার জন্য একা হই
পার্থ সারথি চক্রবর্তী
-----------–-------------
আরণ্যক জীবনের সবটা জুড়ে তোমারই বিহ্বলতা-
প্রেমিকার ঠোঁটে, শ্যামের বাঁশি হয়ে ওঠার আকাঙ্খা,
গহিনের হাতছানিতে ডুবে যেতে থাকি
ক্রমশ এক অপার্থিব মায়াবী আল্পনার কেন্দ্রে।
জেগে উঠি, ভেসে উঠি এক জাদুমন্ত্রে
শাল সেগুনের পাতায় হাওয়া খেলে যাওয়ার শব্দে-
ভিজে মাটির সোঁদা গন্ধে,
মোহ কাটিয়ে, তন্দ্রা ভেঙে আবার প্রেমিক হয়ে উঠি।
ঝড় আসে, আসে ঝংকার; মর্মর শব্দে -
বিদ্যুৎ খেলে যায় আলো আঁধারির মায়ায়-
কে বলে প্রেম শুধু জীবন খোঁজে!
বারবার মৃত্যুবরণ করি-
কুঠারাঘাত বুক পেতে নিই- নদীর পথ করে দিই
আমার উলঙ্গ ব্যবচ্ছেদ জুড়ে; সবার আনাগোনা
তবুও একাকী হই তোমার জন্য, জন্ম জন্মান্তরে!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴